
সিকারি ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ জব্দ করেন।
অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকাপ) গাড়িতে থাকা ৪টি ভারতীয় মহিষসহ গাড়ির চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করা হয়। আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাডড়ি চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেযন ভ্রাম্যমাণ আদালত।
জব্দকৃত গাড়িটি ডাম্পিংয়ের জন্য থানা পুলিশের কাছে ও গাড়িতে থাকা ৪টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, অভিযান পরিচালনার মাধ্যমে গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। বিধি মোতাবেক জব্দকৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।