• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাথরকাণ্ডে গ্রে*প্তার কোম্পানীগঞ্জের সেই বিএনপি নেতা

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
পাথরকাণ্ডে গ্রে*প্তার কোম্পানীগঞ্জের সেই বিএনপি নেতা

সিকারি ডেস্ক::   সিলেটের আলোচিত সাদাপাথর লুটপাটের অন্যতম হোতা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে নাটকীয় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাত সোয়া ১১টায় সিলেট মহানগরের কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক সাহাব উদ্দিন ওই সময় সেখানেই অবস্থান করছিলেন। র‌্যাব সদস্যরা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন (৫৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে সাদাপাথর লুটের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিএনপি গত ১১ আগস্ট তাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় মোট ৭টি মামলা রয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় ৭টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

প্রসঙ্গত, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদাপাথর উত্তোলন করা হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে দায়ীদের গ্রেপ্তারে র‌্যাব-৯ বিশেষ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলারই অন্যতম আসামি সাহাব উদ্দিন।