সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে বিসিআইসি অনুমোদিত বিএডিসি বীজ, সার, ও বিষ ডিলার এর মালিক কর্তৃক অনিয়ম দুর্নীতি কৃষকদের সাথে অসাধাচরন করায় এবংনির্দিষ্ট বাজারে ডিলারগন অনুপস্থিত থাকায় ডিলার বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকগণ।
রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিসিআইসি অনুমোদিত তাহিরপুর সদর বাজারের ডিএস এন্টারপ্রাইজ, খুচরা বিক্রেতা সীতেশ রঞ্জন রায়, বাদাঘাট বাজারের জিএনএ এন্টারপ্রাইজ ও একতা বাজারের জয় এন্টারপ্রাইজ সহ সাত ইউনিয়নের ডিলারশীপ বাতিল করতে পৃথক পৃথক অভিযোগ করেন তারা।
অভিযোগকারী কৃষক বিল্লাল মিয়া, আলী উজ্জামান, ছমির মিয়া ও সোহাগ জানান, বিসিআইসি অনুমোদিত বিএডিসি বীজ, সার, ও বিষ ডিলারগণ সৈরাচারী আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার কৃষিজীবি লোকদের কাছে সার, বীজ ও বিষ ন্যায্যমূল্যে বিক্রয় না করে এলাকার বাহিরে অতিরিক্ত দামে বিক্রয় করে আসছে। এমনকি আমরা গরিব অসহায় কৃষকরা সার, বীজ ও বিষ কিনতে গেলে অতিরিক্ত দাম রেখে আসছে। বর্তমানে সরকার পতনের পর থেকে তারা এলাকাতে অনুপস্থিত থাকায় কৃষকরা সার, বীজ ও বিষ পাচ্ছে না। এতে কৃষকরা ভোগান্তিতে আছে। এ অবস্থায় তাদের কার্যকলাপে অতিষ্ট হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এবং তাদের বিসিআইসি কর্তৃক লাইসেন্স বাতিলের আহবান জানান কৃষকগণ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, উপজেলার সার, বীজ ও বিষ ডিলারদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।