• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেট বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
সিলেট বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাই – কারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জানাযায়,রবিবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে  রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটের সময় র‌্যাব-৯, সিলেটের কোম্পানীগঞ্জ গৌরিনগর গ্রামের কুতুব উদ্দিনের বসত ঘর থেকে ১৯৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা  হলেন,মশাইদ (৪০) পিতা মৃত আতাউল, ইমাম উদ্দিন (৩৫) পিতা মৃত নজিব আলী,আলাই (৩৫) পিতা মৃত তেরা মিয়া, জাহাঙ্গীর আলম (৩০) পিতা মৃত ইউসুফ আলী,রায়হান আহমেদ (১৮) পিতা তাজউদ্দিন, পলাতক আসামি কুতুব উদ্দিন (৫৫) পিতা মৃত আব্দুল জহির সর্ব সাং গৌরিনগর,৩ নং ওয়ার্ড, ৬ দক্ষিণ রনিখাই ইউনিয়ন, কোম্পানীগঞ্জ সিলেট।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার।

 

সিলেট ক্রাইম রিপোর্ট