
সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মুছা মিয়ার ছেলে জহির উদ্দিন, গোয়াইনঘাটের নলজুড়ি গ্রামের রজব আলীর ছেলে শাহাব উদ্দিন।
পুলিশ জানায়,গতকাল বুধবার বিকেলে গোয়াইনঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানার ৩নং পূর্ব জাফলং ইউপির নলজুড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ৬শ ২০ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।