• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐক্যবদ্ধতার বিনিময়ে ফ্যাসিস্টকে পুনরুদ্ধার থেকে প্রতিরোধ করতে হবে: ইসলাম উদ্দিন

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫
ঐক্যবদ্ধতার বিনিময়ে ফ্যাসিস্টকে পুনরুদ্ধার থেকে প্রতিরোধ করতে হবে: ইসলাম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর সেক্রেটারি জেনারেল মাওলানা ইসলাম উদ্দিন বলেন, যাদের কারনে দীর্ঘ ১৬ বছর যাবত আমরা খোলা আকাশের নীচে ইফতার পালন করতে পারিনাই। মহান আল্লাহর হুকুম আর গণঅভ্যুত্থানের আজ তাদের অস্তিত্ব নাই। এখন আমাদের ঐক্যবদ্ধতার বিনিময়ে ফ্যাসিস্টকে পুনরুদ্ধার থেকে প্রতিরোধ করতে হবে। মনে রাখবেন সৎ মানুষ তৈরি হয় কোরআনের আলোয় এ আলোর সাথে থাকুন। কাঙ্ক্ষিত সমাজ উপহার পাবেন।

শনিবার (২২ মার্চ) লাখাউরাস্থ সেন্ট্রাল মডেল স্কুল মাঠে ওয়ার্ড সভাপতি মো.বাবলু চৌধুরীর সভাপতিত্বে ডাঃ এনাম আহমদের সঞ্চালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজির উদ্দিন, নায়েবে আমির আব্দুল লতিফ লালা, খাদিম নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি হেলাল আহমদ, সালুটিকর ডিগ্রী কলেজের প্রফেসর খলিল আহমদ, এতে এলাকার নানা পেশার মানুষের মানুষের মধ্যে আরও উপস্তিত ছিলেন, ৩ নং খাদিম নগর জামায়াতে ইসলামির সহ সভাপতি ফয়সল আহমদ, জয়নুল হক, শাহিন আহমদ প্রমুখ।