‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবারর (৯ অক্টোবর) সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন, জৈন্তাপুর মডেল থানার এসআই লিটন দাস, উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন জৈন্তা দারুছ ছুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান চৌধুরী, রনীফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোস্তাক আহমদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা এনজিও প্রতিনিধি শেখ তারিকুজ্জামান, জৈন্তাপুর ইমাম সমিতির সদস্য মাওলানা মনির আহমদ প্রমূখ।
অবিহিতকরণ সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন,’ আগামী ২৪ অক্টোবর থেকে জৈন্তাপুর উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে।’ অবহিতকরন সভায় জাতীয় ও গুরুত্বপূর্ণ এ কর্মসূচি শতভাগ সফল করতে সকল পেশাজীবি ও সচেতন নাগরিকের সহযোগিতার অনুরোধ জানানো হয়।
সিলেট ক্রাইম রিপোর্ট/এস.এ