• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ এসএসসি পরীক্ষা শুরু: সিলেটে কমেছে পরিক্ষার্থী বেড়েছে প্রতিষ্ঠান ও কেন্দ্র

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫
আজ এসএসসি পরীক্ষা শুরু: সিলেটে কমেছে পরিক্ষার্থী বেড়েছে প্রতিষ্ঠান ও কেন্দ্র

বিশেষ প্রতিবেদক:: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষা বোর্ড। বোর্ডের অধীনে এবার ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগটির ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৬৮২ জন কম। এবারের এসএসসি পরীক্ষা ১৫৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এ বছর বোর্ডের অধীনে ১০টি প্রতিষ্ঠান ও ২টি কেন্দ্র বেড়েছে।

লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ২২ মে পর্যন্ত। দাখিল পরীক্ষার (মাদ্রাসা বোর্ড) লিখিত অংশ শেষ হবে ১৫ মে।

জেলা ভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা: সিলেট জেলা: ৪০,৯৭৯ (ছাত্র ১৭,১০৯, ছাত্রী ২৩,৮৭০), সুনামগঞ্জ জেলা: ২১,৩৮৫ (ছাত্র ৮,৮৯৪, ছাত্রী ১২,৫০১), মৌলভীবাজার জেলা: ২২,২৩৫ (ছাত্র ৮,৮৭১, ছাত্রী ১৩,৩৬৪), হবিগঞ্জ জেলা: ১৮,২৬৩ (ছাত্র ৭,১১৯, ছাত্রী ১১,১৪৪)।

কেন্দ্র সংখ্যা হচ্ছে সিলেট: ৬০টি, সুনামগঞ্জ: ৩৫টি, মৌলভীবাজার: ২৬টি এবং হবিগঞ্জ: ৩৩টি।

বিভাগ অনুযায়ী পরীক্ষার্থী: বিজ্ঞান: ২৩,৮৭০ (ছাত্র ৯,৬৭৯, ছাত্রী ১৪,১৯১), মানবিক: ৭১,৫১৯ (ছাত্র ২৮,৬৬১, ছাত্রী ৪২,৮৫৮), বাণিজ্য: ৭,৪৮৩ (ছাত্র ৩,৭১৩, ছাত্রী ৩,৭৭০),

কঠোর নিরাপত্তা ও নির্দেশনা: সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে বোর্ড। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা বলবৎ থাকবে এবং সকালেই কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহনের সময় কালো কাঁচযুক্ত গাড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা: পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সিলেট বোর্ড গঠন করেছে ৬টি ভিজিল্যান্স টিম ও ১৯টি বহিঃনিরীক্ষণ টিম। এদের তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ দৈনিক জালালাবাদকে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের সব নির্দেশনা মেনে পরীক্ষা আয়োজন করা হচ্ছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।” সকল শিক্ষার্থী ও অভিভাবকদের গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।