
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার ধুপাগোলস্থ স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযানে ও সরকারি কাজে বাধাপ্রদানের দুস্কৃতকারীদের সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে এলাকাবাসী ও সচেতন ব্যবসায়ী’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬) এপ্রিল সকাল ১১ টায় ধুপাগোল শহিদ মিনার পয়েন্টে এই মানববন্ধন হয়।
সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন ও মুজাম্মেল আলম সাদ্দামের পরিচালনা ধুপাগোল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি মো. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনের শুরুতে তেলাওয়াত করেন মাওলানা হারিস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. দিলোয়ার হোসেন,
তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীরা আওয়ামী ফ্যাসিস্ট দলের সন্ত্রাসী, তারা সুকৌশলে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে।
তিনি আরও বলেন, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ জানান তিনি। পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থান স্টোন ক্রাশার মেশিনগুলো নির্ধারিত জোন করে সেখানে প্রতিস্থাপন করার অনুরোধও জানান।
উল্লেখ্য’ গত রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে ধূপাগুলে অবস্থিত অবৈধ স্টোন ক্রাশার মিলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত, অভিযানে ১২টি অবৈধ স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
অভিযানের শেষের দিকে স্টোন ক্রাশার মিলের কিছু মালিক ও শ্রমিকরা হঠাৎ দলবদ্ধভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে উপর্যুপরি পাথর নিক্ষেপ। তাদের পাথর নিক্ষেপের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদিম নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য ও খাদিম নগর ইউনিয়ন জামায়াত ইসলামের সিনিয়র সহ সভাপতি, নাজিম উদ্দীন ইমরান, সিলেট সদর উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য মো. মামুন আল রশিদ হেলাল, খাদিম নগর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ছালেহ আহমদ শাহনাজ, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো:ল.মন্তাজ আলী, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জামায়াত ইসলামী নেতা জয়নুল হক, সৈয়দ জয়নাল আবেদিন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক, আব্দুল মুমিন, আর বক্তব্য রাখেন, আশ্রব আলি, বিএনপি নেতা আব্দুল আহাদ, আব্দুল হক, সিলেট জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামিম আহমদ, ব্যবসায়ী টি.ইউ.রাজা পরিবহন ও ব্যবসায়ী নেতা আজাদ মিয়া, সিলেট সেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামরুল ইসলাম, আতাউর রহমান, আবুল কালাম আমিরুল ইসলাম বাবু, মনসুর আলম, শাহিনুর। এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন শানুর আহমদ, কামাল মিয়া, সাইদুর রহমান, নিজাম মিয়া, খুরশিদ আলম, ছালেহ আহমদ, মুরাদ মিয়া, রাজিব হোসেন লিটু, শফিক মিয়া, আলি বাহার, সামছুল হক, দিলোয়ার হোসেন, শামিম আহমদ প্রমুখ।