• ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষকদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারি: নিয়ম ভেঙে আবেদন নয়

sylhetcrimereport
প্রকাশিত মে ২২, ২০২৫
শিক্ষকদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারি: নিয়ম ভেঙে আবেদন নয়

সিকারি ডেস্ক:: নিয়মবহির্ভূতভাবে সরাসরি শিক্ষা সচিব বরাবর আবেদন বন্ধে কড়া অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদন ছাড়া এমন আবেদনকে ‘অহেতুক ও শৃঙ্খলাভঙ্গকারী’ হিসেবে চিহ্নিত করে শিক্ষকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা বুধবার (২১ মে) জারি করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তর, কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এমপিও সংক্রান্ত জটিলতা কিংবা ব্যক্তিগত অভিযোগ নিয়ে অনেক শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান প্রথাগত বিধি উপেক্ষা করে সরাসরি সচিব বরাবর আবেদন করছেন। এতে প্রশাসনিক কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণে আইনি জটিলতা তৈরি হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কেউ যদি নির্ধারিত প্রক্রিয়া ছাড়া আবেদন করে, তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, উদ্দেশ্য শুধু শৃঙ্খলা রক্ষা নয়—একই সঙ্গে আবেদন নিষ্পত্তির পদ্ধতিকে কার্যকর ও নির্দিষ্ট কাঠামোয় আনা।