
নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত এয়ারপোর্ট থানা শাখার তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ রাজু মিয়া। মোট ৯ সদস্যের কমিটির বাকি ৭ পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শনিবার (২৪ মে) নগরীর ধুপাগুল পয়েন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫৫১ জন ভোটারের মধ্যে ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আব্দুল আহাদ তার প্রতিদ্বন্দ্বী আল আমিনকে ১১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে রাজু মিয়া ২৩১ ভোটের ব্যবধানে রাকিব আলীকে পরাজিত করে জয়লাভ করেন।
নির্বাচন শেষে সিলেট জেলা ইউনিয়নের প্রতিনিধিরা এবং নির্বাচন কমিশন ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: মোঃ আব্দুল আহাদ, সহ-সভাপতি: মোঃ শিপন আহমদ, সাধারণ সম্পাদক: মোঃ রাজু মিয়া, সহ-সাধারণ সম্পাদক: মোঃ সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ অলিউর রহমান, অর্থ সম্পাদক: মোঃ কয়েছ উদ্দিন, সদস্য-১: মোঃ সাদ্দাম হোসেন, সদস্য-২: মোঃ নজরুল ইসলাম, সদস্য-৩: মোঃ শ্রী প্রদীপ বাউরি।
নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল আহাদ বলেন,
“আমি সকল শ্রমিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও আমরা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুশৃঙ্খল সংগঠন গড়তে আমরা বদ্ধপরিকর।”
নির্বাচন পর্যবেক্ষণে জেলা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালিত হয় গঠনতন্ত্র অনুযায়ী এবং ফলাফলে সকল সদস্য সর্বসম্মতভাবে একমত পোষণ করেন।