
সিকারি ডেস্ক:: চার ধরনের অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই রোববার (২৫ মে) সন্ধ্যায় এ অধ্যাদেশ জারি করা হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর থেকেই সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। সরকার সেই আন্দোলনের তোয়াক্কা না করেই অধ্যাদেশটি জারি করল বলে অভিযোগ উঠেছে।
নতুন অধ্যাদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি অন্য কর্মচারীদের অনানুগত্যে উসকে দেন বা শৃঙ্খলা ভঙ্গ করেন, যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন, কর্তব্য পালনে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হন, বা অন্যদের কর্তব্য পালনে বাধা দেন। তাহলে তা ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত, অপসারণ বা নিম্নপদে অবনমনের মতো দণ্ড দেওয়া যাবে।
অধ্যাদেশ জারির পর সচিবালয়ের ভেতরে উত্তেজনা আরও বেড়েছে। আন্দোলনরত কর্মচারীরা বলছেন, এটি মতপ্রকাশ ও সংগঠনের অধিকার হরণের শামিল।