• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫
সুনামগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সংগৃহিত

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ভেতর বড় ভাইয়ের মুগুরের আঘাতে প্রাণ খুইয়েছেন ছোট ভাই মজিবুর রহমানকে (৬০)। এ ঘটনায় মোহাম্মদ ফজলুর রহমানকে (৭০) আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত পৌনে নয়টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৬০) চরগাঁও গ্রামের কান্দু মুন্সির ছেলে। মসজিদে নামাজরত অবস্থায় তার ওপর হামলা চালান বড় ভাই লুৎফুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এই ঘটনার পর পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমার গুরুত্ব সহকারে দেখছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয়ে বুধবার দুপুরে বড় ভাই ফজলুরের সঙ্গে ছোট ভাই মজিবুরের কথা কাটাকাটি ও দুইজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাতে ছোট ভাই মোহাম্মদ মজিবুর রহমান এশার নামাজে যান। তিনি এশার নামাজ জামাতের সঙ্গে পড়ছিলেন। শেষ রাকাতের সময় বড় ভাই ফজলুর মসজিদের ভেতরে প্রবেশ করে মজিবুরকে বাশেঁর মুগুর দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে মুসল্লিরা ও পরিবারের লোকজন মজিবরকে রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়।

কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানোর পরামর্শ দিলে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।