• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত মে ২৭, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

সিকারি ডেস্ক:: সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ১৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার একটি টিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা শ্যামলিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. আজিজুল ইসলাম (২৯) পিতা মো. আরিফুল ইসলাম, আবুল কালাম (৩২) পিতা সামছুজ্জামান, প্রণয়ন দাস (২৬) পিতা পরেশ দাস, সাইফুজ্জামান (৩২) পিতা বদিউজ্জামান, মো. রেজাউল করিম (২৯) পিতা মৃত আবুল বাহার, লোটন চৌধুরী (৩৩) পিতা প্রাণ কমল চৌধুরী। সকলেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা গ্রামের বাসিন্দা।

গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (নম্বর ৪৬, তারিখ: ২৭/০৫/২৫) দায়ের করা হয়েছে। একইদিন আদালতে তাদের সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মো. সাইফুল ইসলাম।