• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে টিলা ধসে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

sylhetcrimereport
প্রকাশিত জুন ১, ২০২৫
গোলাপগঞ্জে টিলা ধসে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

সিকারি ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে টিলাধ্বসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।

রোববার (১ জুন) রাত আনুমানিক ৩টার দিকে বখক্তিয়ার ঘাট গ্রামে টিলা ধসে নিজ ঘরে মাটিচাপায় রিয়াজ উদ্দিন ও তার দুই সন্তানসহ সহধর্মিণী মাটি নিহত হয়েছেন।

উদ্ধার তৎপরতা চালাতে ফায়ারসার্ভিস এর একটি টিম উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

এই রিপোর্ট লেখার সময় (পৌনে ৪টার দিকে) স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান ফায়ার সার্ভিস অফিসের সাথে উদ্ধার কাজে আসতে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

এদিকে ধারণা করা হচ্ছে চাপা পড়া ঘরের মধ্যে আরও সদস্যরা থাকতে পারেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্থানীয় এক গণমাধ্যমে জানান, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাটে টিলা ধ্বসে একই পরিবারের চারজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

তিনি আরও জানান, প্রবল বজ্রপাতে ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ, ঢাকা দক্ষিণ বাইপাস সহ কয়েকটি স্থানে গ্যাসের রাইজার ফেটে গিয়ে ক্ষুদ্র পরিসরে অগ্নিকাণ্ড হয়েছে, যা বর্তমান নিয়ন্ত্রণে এসেছে।