
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর প্রশাসনিক দায়িত্বে এলো নতুন এডহক কমিটি। সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
সোমবার (১ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। চিঠিটি প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান বরাবরে প্রেরণ করা হয়েছে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন—সদস্য সচিব (পদাধিকারবলে): মোঃ আতিকুর রহমান, অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি: মোঃ আনহার মিয়া, অভিভাবক প্রতিনিধি: সেবুল আহমদ
চিঠিতে উল্লেখ করা হয়, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”-এর ৬৪ ধারার ভিত্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ছয় মাস মেয়াদি এই কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে বলা হয়েছে।
স্থানীয় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক মহলে শাহ জামালের এই মনোনয়নকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত এবং স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যেই নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।