
সিকারি ডেক্স:: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৬৮ লক্ষ টাকার ভারতীয় কফি জব্দ করা হয়েছে।
শনিবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯২৮ কেজি ভারতীয় কফি জব্দ করে যৌথবাহিনী।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত কফির আনুমানিক বাজারমূল্য ৬৭ লক্ষ ৪৮ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে শুক্রবারের অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।