• ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকার: কানাইঘাটের ঘটনায় শায়েস্তাগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকার: কানাইঘাটের ঘটনায় শায়েস্তাগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

সিকারি ডেস্ক:: সিলেটের কানাইঘাটে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

১২ জুলাই দুপুর ১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং এলাকায় অভিযান চালিয়ে মো. জাকারিয়াকে (৩৫) গ্রেপ্তার করে।

অভিযুক্ত জাকারিয়া কানাইঘাট থানার বীরদল (পুরানফৌদ) গ্রামের বাসিন্দা এবং মৃত মুহিবুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা মামলায় বলা হয়, ৯ জুলাই তাকে বলাৎকার করা হয়। পরে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় মামলা (নং-০৫) রুজু করা হয়।

গ্রেপ্তারের পর জাকারিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

🔴 এদিকে শিশু নির্যাতনের এই ঘটনায় আবারও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, কানাইঘাটে এমন ঘটনা বারবার ঘটছে। শিশুদের প্রতি সহিংসতা রোধে পারিবারিক ও সামাজিক স্তরে আরও কঠোর নজরদারি দরকার। অভিভাবকরা যাতে তাদের সন্তানদের প্রতি সচেতন থাকেন এবং শিশুদের শেখানো হয়—সংস্পর্শে অনিরাপদ বোধ করলে তা কিভাবে প্রকাশ করতে হয়, সেজন্য যথাযথ পারিবারিক ও স্কুল পর্যায়ের শিক্ষা কার্যক্রম জরুরি।