• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে এনসিপির পদযাত্রায় অংশ নেবেন ২০ হাজার নেতাকর্মী: ব্যারিস্টার জুনেদ

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২২, ২০২৫
সিলেটে এনসিপির পদযাত্রায় অংশ নেবেন ২০ হাজার নেতাকর্মী: ব্যারিস্টার জুনেদ

নিজস্ব প্রতিবেদক:: আগামী ২৫ জুলাই সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ সফল করতে ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন এনসিপি কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। তিনি বলেন, “মানুষ যেভাবে জুলাই বিপ্লবের নায়কদের হৃদয়ে স্থান দিয়েছে, তাতে এই পদযাত্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জমায়েত হতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা দেশে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। কক্সবাজারের ঘটনার পুনরাবৃত্তি সিলেটে হবে না। এনসিপি সব ফ্যাসিবাদবিরোধী শক্তির সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে চায়।”

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে জেলা ও মহানগর এনসিপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় ২৫ জুলাইয়ের পদযাত্রা কর্মসূচি সামনে রেখে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর এনসিপির মুখ্য সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরী এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা এনসিপির মুখ্য সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

নেতৃবৃন্দ জানান, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শীর্ষক কর্মসূচি ১ জুলাই থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে সম্পন্ন হচ্ছে। সিলেটে এ পদযাত্রা হবে কেন্দ্রীয় কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। বিকেল ৫টায় চৌহাট্টাস্থ শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে আবার শহীদ মিনারে শেষ হবে। পথিমধ্যে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার অতিক্রম করবে পদযাত্রা।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, এবং মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সভায় বক্তারা বলেন, “পুরনো রাজনৈতিক ধারা ভেঙে আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাই। জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই নতুন বার্তা নিয়ে। ইতিমধ্যে দেশব্যাপী ব্যাপক সাড়া পেয়েছি। মিডিয়া আমাদের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। তাদের শক্তিশালী সমর্থনের ফলেই ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারকে সরাতে সক্ষম হয়েছি।”

সভায় আরও জানানো হয়, পদযাত্রাকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, আরিফ আহমদ, আবু সাইদ, মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিম আহমদ মোস্তাক, অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন, আতাউর রহমান আতা, নুরুল ইসলাম, কিবরিয়া সারোয়ার, আদনান তাইবসহ অনেকে।