• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট ও সুনামগঞ্জে ৪ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫
সিলেট ও সুনামগঞ্জে ৪ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সিকারি ডেস্ক:: সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, চকলেট, চশমা। এ ছাড়া এবার প্রথমবারের মতো জব্দ করা হয়েছে ভারতীয় গাড়ির টায়ারও।

৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা জানান, গত ৪৮ ঘণ্টার টানা অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিরা নানা কৌশলে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। জব্দ করা পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।