• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ভা*রতীয় চকলেটসহ যুবক আ*টক

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
জৈন্তাপুরে ভা*রতীয় চকলেটসহ যুবক আ*টক

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ চকলেট পাচারকালে একটি নোহা গাড়ি ও দুটি নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক হওয়া যুবকের নাম মো. আব্দুস সামাদ (২৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের হানিফ মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মোকামবাড়ী আলুবাগান এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। এ সময় নলজুরী নদীর পূর্ব পাশে আলুবাগান এলাকায় সিরাজ মিয়ার লিজকৃত ফিশারির অফিস বিল্ডিংয়ের উত্তর পাশে থেমে থাকা একটি রূপালি রঙের নোহা গাড়ি (রেজি. নং- ঢাকা মেট্রো-গ-১৪-৫৮৪৬) ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নোহা গাড়িতে থাকা আব্দুস সামাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতির খবরে নদীর পাড়ে ভারতীয় চকলেটবাহী দুটি নৌকায় থাকা আরও দুইজন নৌকা থেকে ঝাঁপিয়ে নদীতে পড়ে সাঁতরে পালিয়ে যায়।

পুলিশ এ সময় দুটি নৌকা ও নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩টি বড় আকারের কার্টন উদ্ধার করে। এগুলোতে ভারতীয় ব্র্যান্ডের টু-ফিঙার কিটকেট, থ্রি ফিঙার কিটকেট, স্নিকার ও ডেইরি মিল্ক চকলেট রয়েছে।পুলিশ জানায়, নৌকাযোগে চকলেটগুলো ভারত থেকে চোরাইপথে এনে আলুবাগান এলাকায় নোহা গাড়িতে পাচারের উদ্দেশ্যে লোড করা হচ্ছিল। জব্দকৃত ভারতীয় চকলেট, নোহা গাড়ি ও দুটি নৌকার আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ ৩৮ হাজার ২৮০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক একজন ও পলাতক দুইজনসহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। আটক আব্দুস সামাদকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।