• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে রুমন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন আব্বাস

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
সিলেটে রুমন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন আব্বাস

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেট নগরীর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হোটেল কর্মচারী রুমন হত্যা মামলার আসামি আব্বাস মিয়াকে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) তাকে আদালতে তোলা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবার আদালতে এই জবানবন্দি প্রদান করেন।

এর আগে, রবিবার (১৩ জুলাই) সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। নিহত হোটেল কর্মচারী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সব্দলপুর গ্রামের মৃত. তখলিছ মিয়ার ছেলে মো. দিনার আহমদ রুমন। ওই খুনের ঘটনায় প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘রুমন হত্যা মামলার আসামি আব্বাস মিয়াকে আদালতে তোলা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।’