
সিকারি ডেস্ক:: সিলেটে দোকানের সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুই দোকান ভাঙচুরের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে জিন্দাবাজারের জল্লারপার রোডের খাজা মার্কেটে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, খাজা সুপার মার্কেটের তাজওয়া নামে একটি দোকানের সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়।
এরই এক পর্যায়ে, লিজেন্ড এবং ইম্প্রেশন নামক দুটি দোকানে ৪/৫ জন লোক চাইনিজ কুড়াল দাসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে এর বেশী কিছু জানা যায়নি।
হামলায় লিজেন্ড ও ইম্প্রেশন ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে একজন আহত হয়েছেন। পরে কোতোয়ালী থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাজওয়া কর্তৃপক্ষ হামলা চালিয়েছে। এ ব্যাপারে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে জানতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি জিয়াউল হকের মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।