• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাগীব আলীর বাংলোয় বাবার সঙ্গে দেখা করতে গিয়ে তুলকালাম, জিজ্ঞাসাবাদে পাঁচজন

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫
রাগীব আলীর বাংলোয় বাবার সঙ্গে দেখা করতে গিয়ে তুলকালাম, জিজ্ঞাসাবাদে পাঁচজন

সিকারি ডেস্ক:: সিলেটের শিল্পপতি রাগীব আলীর মালনীছড়া চা বাগান বাংলোয় বাবার সঙ্গে দেখা করতে এসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে পড়েছেন তাঁর লন্ডন প্রবাসী মেয়ে রেজিনা কাদির। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজিনা কাদিরের সঙ্গে কিশোরগঞ্জ জেলার কয়েকজন অপরিচিত ব্যক্তি ছিলেন। বাংলোয় প্রবেশের সময় তাদের সঙ্গে বাগানের নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাগীব আলীর পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ শ্রমিকদের বাংলোয় ডেকে আনেন এবং দেশীয় অস্ত্রসহ শ্রমিকরা এসে রেজিনা কাদিরের সঙ্গে আসা ব্যক্তিদের উপর চড়াও হন। এতে দুইজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিকদের দাবি, রাগীব আলীর পুত্রবধূ সাদিকা জান্নাত চৌধুরী বর্তমানে সিলেটে না থাকায়, সেই সুযোগে রেজিনা কাদির সম্পত্তি লিখে নিতে আসতে পারেন এমন ধারণা থেকেই তারা প্রতিরোধ গড়ে তোলেন।

খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করে। তবে এ সময় রেজিনা কাদির বাবার সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করলেও রাগীব আলী তাতে সম্মত হননি। পরে পুলিশ তাঁর অনুরোধে রেজিনাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয় এবং সঙ্গে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন,

“রেজিনা কাদির বাবার সঙ্গে দেখা করতে আসেন। তবে তাঁর সঙ্গে থাকা লোকদের নিয়ে শ্রমিকদের মধ্যে সন্দেহ তৈরি হয় এবং হাতাহাতি হয়। এতে দুইজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ওসি আরও জানান, রেজিনার সঙ্গে থাকা ব্যক্তিরা সবাই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
তাদের সঙ্গে কেন এসেছেন—এ প্রশ্নে রেজিনা পুলিশকে জানান, তিনি তাদের চিনতেন না।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিলেট ক্রাইম রিপোর্ট রেজিনা কাদিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। তিনি সংক্ষিপ্তভাবে বলেন,

“আপনারা যা শুনেছেন, সব ভুয়া। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”

প্রসঙ্গত, এর আগেও সম্পত্তি সংক্রান্ত বিরোধে রেজিনা কাদিরের বিরুদ্ধে অভিযোগ উঠে। ২০২৪ সালের ৫ জুন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরিতে (জিডি নং-৩৪৮) পুত্রবধূ সাদিকা জান্নাত চৌধুরী রেজিনার বিরুদ্ধে স্বাক্ষর জাল করে কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টাসহ সম্পত্তি হাতিয়ে নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই জিডিতে রেজিনার সঙ্গে দেওয়ান শাকিব আহম্মেদ, আজম আলী, শ্যামল পাশী ও বনমালী ভৌমিকের নামও উল্লেখ করা হয়।