
সিকারি ডেস্ক:: বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে আনুমানিক ১ কোটি ২০ লক্ষ ৩৩ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এলাকাগুলো হলো— সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি।
অভিযানে ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেসওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডারসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
এ বিষয়ে ৪৮ বিজিবি’র অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালামালের ব্যাপারে নিয়মিত প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।