
সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় অভিযানে সারীঘাট এলাকার সুরুচি রেস্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই আগষ্ট) দুপুর ৩:৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব প্রদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, অপরিচ্ছন্ন রান্নাঘর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় রেস্টুরেন্টটিকে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও খাবারের মান বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।