
সিকারি ডেস্ক:: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি) পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে। এ সময় বিজিবির ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ৫ ও ৬ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়। এগুলোর সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
বিজিবি জানায়, উক্ত অভিযান পরিচালনাকালে চোরাকারবারীদের একটি সংঘবন্ধ দল বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালালে এক বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে র্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে হামলাকারীদের ১ জনকে আটক করে।
এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মহিষ ও গরু জব্দ করা হয়েছে।