
সিকারি ডেস্ক:: হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আছমা বরিশালের লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ এ কে এম শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।