• ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খণ্ডিত ম র দে হ উদ্ধার

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খণ্ডিত ম র দে হ উদ্ধার

সংগৃহিত

সিকারি ডেস্ক:: গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত (আনুমানিক ৩৫) যুবকের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশনরোড এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ানো শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে এক যুবকের মরদেহের খণ্ডিত কয়েকটি অংশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, আগে হত্যা করে কেউ আজ শুক্রবার ভোরে ব্যাগটি ঘটনাস্থলে রেখে গেছে।

পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পরিচয় সনাক্ত করতে মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে। ঘটনার খবর পেয়ে গাজীপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ফরিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে