
সিকারি ডেস্ক:: বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ১ কোটি ১৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান চালানো হয়।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী কিটক্যাট চকলেট, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।