• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আইন মেনে মৎস্য আহরণ করতে হবে মৎস্য সপ্তাহে গোয়াইনঘাট ইউএনও

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫
আইন মেনে মৎস্য আহরণ করতে হবে মৎস্য সপ্তাহে গোয়াইনঘাট ইউএনও

সংগৃহিত

সিকারি ডেস্ক::  মাছ আমাদের জাতীয় জীবনে আমিষের চাহিদা পূরন করে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে। আইন মেনে মাছ আহরন করতে হবে। অভয়াশ্রমের মাধ্যমে দেশীয় মাছের উৎপদন বাড়াতে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। বিষ প্রয়োগ করে মাছ ধরলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে বলে জানান,গোয়াইনঘাটের নির্বাহী কর্মকর্তা কুমার অধিকারী। গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ইউএনও।

সোমবার ১৮ আগস্ট  বেলা সাড়ে ১১ টায় উপজেলা কনফারেন্সে হল রুমে মৎস্য  কর্মকর্তা  আমিনুর রহমানের সভাপতিত্বে,  সুলতান আহমদের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি।বিশেষ  অতিথি  হিসাব উপস্হিত  ছিলেন প্রসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, সভায় মৎস্যজিবীদের পক্ষে বক্তব্য রাখেন ইদ্রিছ আলী। এ সময় মৎস্যচাষী,মৎস্যজিবী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত  ছিলেন।  সভাপূর্বে ইউএনও এর নেতৃত্বে বর্নাঢ্য সড়ক র‍্যলী অনুষ্ঠিত  হয়।