
সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সীমান্তঘেষা রাংপানি নদী সংলগ্ন শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৯শে আগষ্ট) বেলা ১১:০০ ঘটিয়া হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত চলমান টাস্কফোর্স অভিযানের মাধ্যমে শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র আওতাধীন শ্রীপুর বিওপির বিজিবির সদস্যরা।
অভিযানে শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় রাংপানি নদীর নিকটবর্তী ঘাটে ভারতের অভ্যন্তরে লুট করে আনা বালু পাথরের মজুদ দেখতে পায় টাস্কফোর্স।পরে তাৎক্ষণিক অভিযানে মজুদকৃত বালু পাথর জব্দ করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে ২০ হাজার ঘনফুট পাথর ও ২৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু গুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে। নিলামে ২৮ হাজার ঘনফুট বালু ৪ লক্ষ ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি জব্দকৃত পাথর নিয়মানুযায়ী পুনরায় রাংপানি নদীতে পুন:স্হাপনের লক্ষ্যে শ্রমিক ও ফেলুডার মেশিনের সাহায্যে নদীতে ফেলার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বার বার অভিযান সত্ত্বেও সংঘবদ্ধ পাথরখেকো চক্র ভারতীয় সীমান্ত অতিক্রম করে পাথর চুরি করে আনছে। এদিন অভিযান পরবর্তীতে নিলামকৃত বালু ক্রয়কারী ব্যাবসায়ীদের সমন্বয়ে গঠিত সেচ্ছাসেবী টিমের মাধ্যমে পুনরায় যাতে কোন পাথর উত্তোলন না হয় সেদিকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি উপজেলা প্রশাসন ও ভুমি অফিস নিয়মিত তদারকি করবে বলে তিনি নিশ্চিত করেছেন।