
সিকারি ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাগড়া এলাকা থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৯)। তিনি গোয়াইনঘাট থানার লামাকুটাপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল জানতে পারে, গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাগড়া এলাকায় মোবাইল কোম্পানির টাওয়ারের গেটের সামনে পাকা রাস্তার ওপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি দেখে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১টি কালো রঙের পলিথিনে মোড়ানো ১৫টি কালো রঙের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।