
সিকারি ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জের আলোচিত সাদাপাথর পর্যটন স্পট থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয় সেইভাবেই সকল ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
যোগদানের প্রথম দিনই বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সাদা পাথর পরিদর্শন করেন।এসময় তিনি সাদাপাথরের যে যে জায়গা থেকে পাথর চুরি হয়েছে সেসব চুরি হওয়া স্থান গুলো পরিদর্শন করেন এবং পাশাপাশি পাথর প্রতিস্থাপনেরও কাজ ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন,সাদাপাথর থেকে যাতে আর কোনো পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এই সাদা পাথরকে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করা হবে
তিনি আরো বলেন,যারা এই পর্যটন স্পটের সৌন্দর্য পাথর লুট করে নষ্ট করার চেষ্টা করেছেন এবং পাথর গুলো কিভাবে চুরি হয়েছে সেসব বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যে জনগন এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।