
সিকারি ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের হাজীপুর এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
জানা যায়, আটক শ্রমিকদের মধ্যে ১২ জনকে ৩ মাস ও ২ জনকে ১ মাস করে মাটি ও বালুমহাল আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, হাজীপুরে ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটককৃত শ্রমিকরা গণমাধ্যমকর্মীদের বলেন, হাত বালতি দিয়ে ও স্টক থেকে বালু আনার সময় পুলিশের নামে আমাদের চাঁদা দিতে হয়। ফারুক মেম্বার নামে একজন ও বিভিন্ন সময়ে বিভিন্নজন এসে আমাদের কাছ থেকে পুলিশের নামে চাঁদা নিয়ে থাকে। চাঁদা না দিলে নৌকা আটকে রাখে।
এ বিষয়ে ইউপি সদস্য ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বালু বিক্রি করি না আর পুলিশের নামে চাঁদাও তুলি না। আমার নামে কেন এই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমি জানি না।