
সিকারি ডেস্ক:: সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য ও বাংলাদেশি শিং মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ফেসওয়াস, চা-পাতা ও চিনি এবং বাংলাদেশি শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৩৬,২৭,৫৮০ টাকা সমপরিমাণ ।
অভিযান প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন,সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে
আটককৃত মালামালের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।