
সিকারি ডেস্ক:: কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে জেল ও ৬টি স্টিল বডি নৌকা এবং ২টি লিস্টার মেশিন আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা টাস্কফোর্সের অভিযানে এ শাস্তি দেওয়া হয়।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ রবিন মিয়ার নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন সহ পুলিশ ও বিজিবির ফোর্স। এসময় তারা ধলাই সেতুর ৫০০ মিটারের ভেতর থেকে লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ৬টি স্টিল বডি নৌকা, ২টি লিস্টার মেশিন ও বালু উত্তোলনের সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রমণ আদালতের মাধ্যমে আটক ১১ জনকে ১০ দিন করে জেল দেওয়া হয়েছে।