
সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে একটি বড় চালান জব্দ করা হয়েছে। শনিবার (৬ই সেপ্টেম্বর ) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ২৭ বীর হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এ সময় ২৭বীর সেনা টহল দল জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের উমনপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। অভিযানে ভারতীয় চোরাচালানের বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে— ৮১ কেজি ভারতীয় জিরা যার আনুমানিক বাজারমূল্য, ৪,৮৬,০০০ টাকা ২৮০ কেজি দারুচিনি যার আনুমানিক মূল্য: ৭০,০০০ টাকা ও ৫০ কেজি গুড়ো দুধ যার আনুমানিক মূল্য: ২০,০০০ টাকা সমপরিমাণ। সেনা সূত্রে জানা যায়, সবমিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫,৭৬,০০০ (পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা সমপরিমাণ। এ বিষয় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সিলেট ব্যাটালিয়ন ( ৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হবে।এর পাশাপাশি স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।