• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে বি জি বি র অ ভি যা নে ৩ কোটি ২৬ লাখ টাকার মালামাল জ ব্দ

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫
সিলেটে বি জি বি র অ ভি যা নে ৩ কোটি ২৬ লাখ টাকার মালামাল জ ব্দ

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামালসহ স্থানীয়ভাবে পাচারকৃত পণ্য জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়  ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি অভিযান সহ  তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার এবং মিনাটিলা বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি এবং একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালুভর্তি একটি ডাম্পারও আটক করা হয়।এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটককৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।