• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমানবন্দরে পাথরবোঝাই ট্রাকে মিলল মা দ কে র চালান

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫
বিমানবন্দরে পাথরবোঝাই ট্রাকে মিলল মা দ কে র চালান

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকায় ট্রাকে পাথর চাপা দিয়ে রাখা মাদকের চালানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মেহেরপুর জেলা সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে শুভ খান (৩৩) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কালিবাড়ির কলিম উল্লাহর ছেলে জামিল আহম্মদ (২১)। ধৃত শুভ ট্রাক চালক ও জামিল হেলপার বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিষয়টি শুক্রবার বিকেল ৩টার দিকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, পাথরবোঝাই ট্রাকে করে কৌশলে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন চালক শুভ ও হেলপার জামিল। গোপনে তথ্য পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ বড়শলা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় কৌশলে লুকিয়ে রাখা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এসএমপির মিডিয়া অফিসার সাইফুল।