• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে ১৮ লাখ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫
সিলেটে ১৮ লাখ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেটে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় কানাইঘাট উপজেলার মঙ্গলপুর এলাকায় লোভাছড়া বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ৪২ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ৬৩ হাজার টাকা।

এ ছাড়া শনিবার (১৩ সেপ্টেম্বর) জৈন্তাপুর, গুয়াবাড়ী ও সুরাইঘাট বিওপি’র যৌথ টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি গরু, ৭২ হাজার ২০০ পিস সুপারি, ৮ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি, ৬০০ কেজি ফুলের ঝাড়ু ও ২টি কাঠের নৌকা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৬ হাজার টাকা।

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ৬৯ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে বিজিবির এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মদ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলছে।