• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে ভারতীয় চিনিসহ তিন যুবক গ্রে ফ তা র

Desk
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪
সিলেটে ভারতীয় চিনিসহ তিন যুবক গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চিনিসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল মিয়া (৩৩), মো. জুবেল আহমদ(২৫) ও মরন বেপারী (২৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযান পরিচালনাকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার আওতাধীন বন্দরবাজারস্থ মশরাফিয়া রেষ্টুরেন্টের সামনে চেকপোষ্ট পরিচালনা করে ঐ তিন যুবককে গ্রেফতকর করা হয়। এসময় একটি ট্রাক, ৩৪০ বস্তা ভারতীয় চিনি, যার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করে তাদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

এস.এ…