
সিলেটের গোয়াইনঘাটে ডাকাত গুজবে রাত কাটাতে হচ্ছে জনসাধারনকে। সম্প্রতি সর্বত্র ডাকাত আতঙ্ক বিরাজ করলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মসজিদে মাইকিং করে জনসাধারণ সমবেত হয়ে পাহারা দিতে হয়েছেন। রাত শেষে উপজেলা গ্রামের মধ্যে কোথাও ডাকাত প্রবেশ অথবা ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।
এনিয়ে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এমন গুজবের সৃষ্টি হয়। গুজব ছড়িয়ে সন্দেহজনক কোন ঘটনা গুচুরীভূত হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেছেন গোয়াইনঘাট থানার সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ।
সেই সাথে ‘গোয়াইনঘাট থানা সিলেট’ নামের ফেসবুক পেজে গুজব না ছড়ানোর জন্য তিনি স্ট্যাটাসও দিয়েছেন।
ওই স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সিলেট জেলার বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশ করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও মসজিদে মাইকিং করে লোকজনকে জড়ো করা হচ্ছে। ফলে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নিরাপত্তাহীনতা বোধ তৈরী হচ্ছে।
প্রকৃত ঘটনা না জেনে এভাবে ফেসবুক লাইভে এবং মাইকিং করে অস্থিরতা সৃষ্টি না করার জন্য সম্মানিত নাগরিকগণকে বিনীত অনুরোধ করা হচ্ছে। গুজব ছড়াবেন না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। সন্দেহজনক কোন ঘটনা গুচুরীভূত হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
*মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ*
অনুরোধক্রমে- অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানা, সিলেট ০১৩২০১১৭৯৬৯
তথ্য জানাতে- ডিউটি অফিসার, গোয়াইনঘাট থানা, সিলেট ০১৩২০১১৭৯৭৪ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন।