• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ধ-র্ষ-নে-র শা স্তির দাবিতে ৩ দিনের অবস্থান কর্মসূচি ছাত্র স ম ন্ব য় ক তানজিয়া শিশির

Desk
প্রকাশিত মার্চ ৯, ২০২৫
ধ-র্ষ-নে-র শা স্তির দাবিতে ৩ দিনের অবস্থান কর্মসূচি ছাত্র স ম ন্ব য় ক তানজিয়া শিশির

ছবি: নিজস্ব

ধর্ষনের  শাস্তির দাবিতে ৩ দিনের জন্য অবস্থান কর্মসূচি করছে মৌলভীবাজার জেলার ছাত্র সমন্বয়ক তানজিয়া শিশির। ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে নারী দিবসে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন ছাত্র সমন্বয়ক তানজিয়া শিশির।

গতকাল শনিবার (৮ মার্চ) সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন।

তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আইন কঠোর না হলে নারী নির্যাতন বন্ধ হবে না।”

“নারী দিবসে আমরা কেবল আনুষ্ঠানিকতা নয়, নারীদের প্রকৃত নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দাবির প্রতি সংহতি জানান।