• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খু ন

Desk
প্রকাশিত মার্চ ২০, ২০২৫
সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খু ন

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল গণির বাড়ির সড়কে কিছু খানাখন্দ ছিলো, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে সেই সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে নিহত আব্দুল গণি ও তার সৎ ভাতিজা সোহেল মিয়া( ২৫) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহেল মিয়া উত্তেজিত হয়ে চাচা আব্দুল গণিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আব্দুল গণিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি দৈনিক জৈন্তা বার্তা-কে নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সজীব রহমান। তিনি বলেন, ‘ সড়কে মাটি ফেলাকে কেন্দ্র করে ভাতিজার হাতে ছুরিকাঘাত সন্ধ্যায় সাড়ে ৬টা চাচা আব্দুল গণি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, তবে অভিযুক্ত সোহেল মিয়াকে আটকের জন্য আমাদের অভিযান চলছে।