
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোভার হাওর সংলগ্ন টাকাটুকিয়া গ্রামের পাশে ভরতখাল নদীতে অবৈধভাবে নদী পথ বন্ধ করে মৎস্য আহরণের দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার যাদুকাটা নদী পরিদর্শনকালে নদী পথে বাঁধা সৃষ্টি করে মাছ ধরার চিত্র দেখে তাৎক্ষণিকভাবে থানার ওসি দেলোয়ার হোসেনকে অভিযুক্তদের আটক করার নির্দেশ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
আটককৃত আসামিরা সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতার গাও গ্রামের শুক্কুরন আলীর ছেলে পাঠান মিয়া (৩৪) কদ্দুস মিয়ার ছেলে আবু বক্কর (২৫) হাসান আলী’র আলীনূর( ২৭) আসন আলীর ছেলে নূর আহমেদ।
এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব ড.আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর,মৎস্য অধি শাখার যুগ্ন সচিব শাহীনা ফেরদৌসী উপদেষ্টার সহকারী সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন হাসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।