• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে নৌকাডু*বি : বৃদ্ধের লা*শ উদ্ধার, নি*খোঁজ শিশু

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
সুনামগঞ্জে নৌকাডু*বি : বৃদ্ধের লা*শ উদ্ধার, নি*খোঁজ শিশু

সংগৃহিত

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বৃদ্ধ সামসুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে সামছুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

তবে এখনও সন্ধান পাওয়া যায়নি একই ঘটনায় নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু নুসরাতের। শিশুটিকে উদ্ধারে আজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশ। নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকাডুবির শিকার হন উপজেলার কেশবপুর কান্দাপাড়া গ্রামের একই পরিবারের ৭ জন। স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে উদ্ধার করা হলেও পানিতে ডু্বে নিখোঁজ হন বৃদ্ধ সামসুদ্দিন ও নুসরাত নামে ৭ বছরের এক শিশু। নুসরাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।