• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাতকে বিদেশি ম*দ সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫
ছাতকে বিদেশি ম*দ সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক

ছবি: নিজস্ব

ছাতকে ভারতীয় এসি ব্ল্যাক ৩৪  বোতল  মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ১০ এপ্রিল রাতে ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের ব্যবহৃত একটি টিভিএস মেট্রোপ্লাস নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ চেক পোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ী  মোহাম্মদ আলী (২৫) ও  রহমত আলী (২৪) কে ৩৪ বোতল মদ সহ আটক করা হয়। আটক মোহাম্মদ আলী দোয়ারাবাজার উপজেলার নরসিং পুর ইউনিয়নের কালাপশি গ্রামের আব্দুল করিমের পুত্র ও রহমত আলী ছাতকের নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।

পুলিশ জানিয়েছে ৩৪ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদের মুল্য ৩৪ হাজার টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের মুল্য অনুমান  ১ লক্ষ ২৫ হাজার টাকা হবে।

আটক দুইজনের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করেছেন এস আই মোঃ সিকান্দর আলী।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, মদ সহ  দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।