• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসমানী হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী পলাতক

sylhetcrimereport
প্রকাশিত মে ৮, ২০২৫
ওসমানী হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী পলাতক

সিকারি প্রতিবেদক:: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মৃতদেহ ফেলে রেখে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্ত্রীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ- স্বামী ও শাশুড়ি নির্যাতন করে ওই নারীকে মেরে ফেলেছেন।

নিহত নারীর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বশির মেয়ের স্ত্রী।

সাজেদার ভাই আঙ্গুর মিয়া বলেন- ‘বশিরের সঙ্গে আমার বোনের ১৫ বছর আগে বিয়ে হয়। বিবাহিত জীবনে আমার বোনকে অনেকবার স্বামী ও শাশুড়ি মিলে নির্যাতন করেছেন। সর্বশেষ গতকাল (বুধবার) দিনভর নির্যাতন করেন তারা। পরে আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে রাত আটটার দিকে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেলে আমার বোনের লাশ ফেলে রেখে স্বামী বশির উদ্দিন পালিয়ে গেছেন। ময়না তদন্ত শেষে আমরা লাশ নিয়ে বাড়ি যাচ্ছি। দাফনের পর থানায় মামলা দায়ের করবো। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।