
সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র টহল দল সীমান্ত শূন্যরেখায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৫০০ কেজি ও চা-পাতা ১৪৪ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।
এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) জৈন্তাপুর বিওপি’র আরেকটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় টমেটো ২০০ কেজি ও বাঁধাকপি ২৭০ কেজি জব্দ করে। এগুলোর সিজারমূল্য ধরা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা।
উভয় অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার ১০০ টাকার পণ্য জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।